চরপলাশ গ্রামের এক মথ্যবিত্ত পরিবারে জন্ম নেয় শাহ রইছ উদ্দিন ফকির সাহেব। তিনি অনেক সাধনা করার পর তার আধ্যাতিক শক্তি দ্বারা জনসধারণের উপকার করিতেন। তার মৃত্যুর পর তার আশেকান ভক্তগণ তার নামে মাজার শরীফ গড়ে তুলেন।এই মাজারে প্রতি বছর পৌষ মাষে শেষে একটি মেলা হয়। এই মেলা কমপক্ষে ১৫ দিন পযন্ত স্থায়ী হয়। এ মেলায় হাজার হাজার লোকের সমাগম হয়। এ মেলার সবচেয়ে আকষনীয় জিনিস হলো কাঠ ফার্নিচার ও শীতের নানা রকম পিঠা। এ মেলায় কাঠের তৈরি যেকোনো জিনসপত্র পাওয়া যায়। সুখিয়া ইউনিয়নের চরপলাশ মাজার একটি দর্শনীয় স্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস