সুখিয়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে পদ্ম কুড়ি বিল। এই বিলের দুপাশ দিয়ে সুন্দর সবুজ বাতাঘর দেখতে অনেক সুন্দর দেখায়।এই বাতা বিলের সৌন্দয আরো বৃদ্ধি করে। এখানে এলে সবুজ প্রাকৃতিক দৃশ্য মন ভোলােনোর মতো। এ বাতাঘর গুলো বিলের দুপাশে এমন ভাবে হেলে আছে যেন তারা বিলের দুপাশ বেষ্টন করে রেখেছে। প্রতি বছর এগুলো একবার কাটা হয়। আবার কয়েকদিন পর বড় হয়। সব মিলিয়ে বিলের বাতাঘর আমাদের ইউনিয়ন পরিষদের একটি সুন্দর মনোরম দৃশ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস